তহবিল সংগ্রহে একই মঞ্চে সাবেক পাঁচ মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন এলাকায় হ্যারিকেনের আঘাতে ক্ষতিগ্রস্থদের সহায়তায় তহবিল সংগ্রহে শনিবার রাতে আয়োজিত এক কনসার্টে একই মঞ্চে উপস্থিত হলেন বর্তমানে জীবিত সাবেক পাঁচ মার্কিন প্রেসিডেন্ট।

_98421215_9ee25f9a-717f-425e-86ab-2e4c8b2683d8

তহবিল সংগ্রহকারীরা টেক্সাসের হিউস্টনের ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে দিকে কলেজ স্টেশন এলাকায় এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ে ‘ওয়ান আমেরিকান অ্যাপিল’ নামের কনসার্টটির আয়োজন করে। কনসার্টে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার, জর্জ এইচ.ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা একই মঞ্চে এসে উপস্থিত হন।

কনসার্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগ দেননি। তবে ট্রাম্প এক ভিডিও বার্তায় হ্যারিকেনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ সংগ্রহে গৃহীত এই উদ্যোগের জন্য সাবেক পাঁচ মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

গত ২৫ আগস্ট টেক্সাসের উপকূলীয় অঞ্চলে হ্যারিকেন হার্ভির আঘাতে ৮০ জনের বেশি প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়। মূলত হার্ভির আঘাতে ক্ষতিগ্রস্থদের সহায়তায় তহবিল সংগ্রহে এই কর্নর্সাটের আয়োজন করা হলেও পরবর্তিতে হার্ভি ছাড়াও ফ্লোরিডায় হ্যারিকেন ইরর্মা এবং পুয়ের্তো রিকো ও যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপে হ্যারিকেন মারিয়ার আঘাতে ক্ষতিগ্রস্থদের সহায়তায়ও তহবিল সংগ্রহ কার্যক্রম সম্প্রসারিত হয়। সূত্র: বিবিসি।