যৌন হয়রানির অভিযোগে এবার বরখাস্ত হলেন মার্কিন উপস্থাপক চার্লি রোজ

যৌন হয়রানির অভিযোগে এবার জনপ্রিয় মার্কিন টকশো উপস্থাপক চার্লি রোজকে বরখাস্ত করেছে দেশটির কয়েকটি টেলিভিশন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

চার্লি রোজ

খবরে বলা হয়, মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এক বিবৃতিতে জানিয়েছে, ‘চার্লি রোজের হাতে যৌন হয়রানির শিকার হয়েছে নবলে আটজন নারী অভিযোগ করেছেন।’ মার্কিন টেলিভিশন ও রেডিও সংস্থা – সিবিএস পৃথক বিবৃতিতে জানিয়েছে, চার্লির বিরুদ্ধে অভিযোগগুলো ‘চরম আপত্তিকর’। আমরা এগুলোকে খুবই গুরুত্ব দিচ্ছি।

পিবিএস টেলিভিশন অভিযোগগুলোকে ‘খুবই বিরক্তিকর’ উল্লেখ করে চার্লির অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধের ঘোষণা দেয়। একই সঙ্গে ব্লুমবার্গ টেলিভিশনও তাকে বরখাস্তের ঘোষণা দিয়েছে।

পঁচাত্তর বছর বয়সী চার্লি রোজ যুক্তরাষ্ট্রের বিখ্যাত টিভি উপস্থাপক। মূলত ১৯৯১ সাল থেকে অন্তরঙ্গ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান উপস্থাপনার জন্যই পরিচিত।  

চার্লির অধীনে কাজ করা দুই নারী অভিযোগ করেন, ‘তিনি (চার্লি) প্রায়ই আমাদের সামনে পোশাক ছাড়াই  হাঁটতেন।’ আরেক নারী একটি অনুষ্ঠানে চার্লির হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেন।

’৯০এর দশক থেকে ২০১১ সালের মধ্যে ঘটে যাওয়া এসব ঘটনায় চার্লির বিরুদ্ধে নারীদের শরীরে হাত দেওয়া ও টেলিফোনে আপত্তিকর কথা বলাসহ বিভ্ন্নি অভিযোগ আনা হয়েছে।  

এদিকে নিজের কর্মকাণ্ডের জন্য টুইটারে ক্ষমা চেয়েছেন এই উপস্থাপক। একই সঙ্গে সব অভিযোগ পুরোপুরি সত্য নয় বলেও দাবি করেছেন তিনি। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমার আচরণের জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। এ নিয়ে আমি খুবই লজ্জিত। তবে আমি বিশ্বাস করি, এসব অভিযোগের বেশিরভাগ সঠিক নয়।’

গত কয়েক সপ্তাহ ধরে অস্কার বিজয়ী অভিনেতা থেকে শুরু করে হলিউডের চলচ্চিত্র নির্মাতাসহ অনেক বিখ্যাত ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এসেছে। ইতোমধ্যে তাদের অনেকেই বরখাস্ত হয়েছেন।

সম্প্রতি হলিউডের প্রভাবশালী ব্যক্তি হার্ভে ওয়েইনস্টাইনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। হলিউডের অনেক অভিনেত্রী ও মডেল তার বিরুদ্ধে অভিযোগ করেন। এরপর সামাজিক মাধ্যমগুলোতে হ্যাশট্যাগ 'মিটু’ ক্যাম্পেইনের মাধ্যমে যৌন নির্যাতনের শিকার নারীদের অভিজ্ঞতা তুলে ধরার আহ্বান জানানো হয়।