যুক্তরাষ্ট্রের ‘ড্রিমার’ প্রকল্পে নবায়নের আবেদন চালু

'ড্রিমার' প্রকল্পের আওতায় আবারও আবেদন গ্রহণ শুরু করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ। এই প্রকল্পের মাধ্যমে শৈশবে বাবা-মায়ের সঙ্গে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো অভিবাসীদের কাজের অনুমতি দেওয়া হয়েছে। তবে যারা আগে এই প্রকল্পের সুবিধা পেয়েছেন শুধু তারাই তা নবায়ন করতে পারবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

immigrationdaca_051915getty
ড্রিমার প্রকল্পের আওতায় কয়েক লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো থেকে বিরত ছিল হোয়াইট হাউস। তাদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজের অনুমতি দেওয়া হয়েছিল। এর মাধ্যমে মূলত তরুণ অনিবন্ধিত অভিবাসীদের সুরক্ষা দিতে চেয়েছিল ওবামা প্রশাসন। এ কর্মসূচির দাফতরিক নাম ‘ডেফারড অ্যাকশন ফর চিলড্রেন অ্যারাইভাল’ (ডিএসিএ)। এ কর্মসূচির সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস, পড়াশোনা ও কর্মসংস্থানের সুযোগ পান প্রায় ৭ লাখ তরুণ। এই তরুণদের বলা হয় ‘ড্রিমার’। তবে গত সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি সমাপ্তির ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের সেই সিদ্ধান্ত বাতিলের জন্য রুল জারি করেছে সান ফ্রান্সিসকোর আদালত।

শনিবার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সার্ভিস তাদের ওয়েবসাইটে বলেছে, গত সেপ্টেম্বরে বাতিল ঘোষণার আগে যারা ডিএসিএ’র আওতায় সুরক্ষা পেয়েছেন তারা তা নবায়নের জন্য আবেদন করতে পারবেন।

মঙ্গলবার বিচারপতি উইলিয়াম আলসুপ বলেন, যেহেতু মামলার নিষ্পত্তি হয়েছে সেক্ষেত্রে অবশ্যই এই কর্মসূচি বহাল রাখতে হবে।

আদালতের রুলে বলা হয়, যারা এই কর্মসূচির আওতায় আগে কখনও সুরক্ষা পাননি তাদের কাছ থেকে নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়া চালানোর দরকার নেই। তবে যারা আগে এই কর্মসূচির আওতায় সুরক্ষিত ছিলেন তাদের আবেদন নবায়নের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি উইলিয়াম। এই রুলের কারণে ট্রাম্প ও কংগ্রেসীয় নেতাদের মধ্যে অভিবাসন সংক্রান্ত সংস্কার নিয়ে আলোচনার বিষয়টি জটিল হয়ে পড়তে পারে বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

অভিবাসন দফতর থেকে বলা হয়েছে, এই স্থগিতাদেশ বৈধভাবে থাকা নিশ্চিত করবে না। কিন্তু আইন প্রয়োগকারীদের অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে সুবিবেচনার নির্দেশ দিয়েছে।