যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমে আবারও অচলাবস্থা

যুক্তরাষ্ট্রের বাজেট নিয়ে কংগ্রেস সময় মতো সিদ্ধান্ত নিতে না পারায় আবারও অচলাবস্থায় (শাটডাউন) পড়েছে দেশটির সরকার। কয়েক সপ্তাহের মধ্যে দেশটি দ্বিতীয় শাটডাউনের কবলে পড়লো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

eight_col_capitol

প্রতিবেদনে বলা হয়, আইনপ্রণেতারা আশা করেছিলেন বৃহস্পতিবার মধ্যরাতের আগেই নতুন বিলটি পাস হয়ে যাবে। তবে সেটা হয়নি। রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পলে এই বিলে বিতর্কের দাবি জানালে তা পিছিয়ে যায়। ফলে দেশটি আবারও শাটডাউনের মুখে পড়ে। 

চলতি বছর জানুয়ারিতেও একটি বিল পাসে ব্যর্থ হওয়ায় তিনদিন সরকারি কার্যক্রমে অচলাবস্থায় পড়ে যুক্তরাষ্ট্রে।