সিরিয়ায় ‘নিখুঁত হামলা’র প্রশংসা ট্রাম্পের

সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও মিত্রদের হামলার প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তা নিখুঁতভাবে কার্যকর করা হয়েছে এবং কার্যোদ্ধার হয়েছে। শনিবার সকালে টুইট বার্তায় ট্রাম্প এই দাবি করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

1477738_1

শুক্রবার রাতে সিরিয়ার তিনটি সরকারি স্থাপনায় একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। দেশ তিনটির দাবি তারা সিরিয়ার রাসায়নিক অস্ত্র উৎপাদনে জড়িত স্থাপনায় হামলা চালিয়েছে। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত দৌমায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাসায়নিক হামলার চালানোর প্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে।

শনিবার সকালে টুইটে ট্রাম্প হামলার জন্য ফ্রান্স ও যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে নিয়ে গর্ববোধের কথা জানান।

এর আগে শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প সিরিয়ায় হামলা শুরুর ঘোষণা দেন।