‘সিরিয়া আবার বিষাক্ত গ্যাস ব্যবহার করলে হামলায় প্রস্তুত যুক্তরাষ্ট্র’

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার যদি আবারও রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তাহলে যুক্তরাষ্ট্র দেশটিতে হামলা চালানোর জন্য একেবারে প্রস্তুত রয়েছে। শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে একথা জানান তিনি।

download

নিকি হ্যালি বলেন, আমরা নিশ্চিত যে, আমরা সিরিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচি খর্ব করতে পেরেছি। যদি সিরিয়ার শাসক আমাদের সংকল্প পরীক্ষা করতে চাওয়ার মতো বোকা হয় তাহলে আমরা এই চাপ অব্যাহত রাখতে প্রস্তুত।

মার্কিন দূত বলেন, যদি সিরিয়ার শাসক আবার এই বিষাক্ত গ্যাস করে তাহলে যুক্তরাষ্ট্র হামলা চালানোর জন্য একেবারে প্রস্তুত রয়েছে।

এর আগে শনিবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও মিত্রদের হামলার প্রশংসা করে বলেছেন, হামলা নিখুঁতভাবে বাস্তবায়ন ও কার্যোদ্ধার হয়েছে। হামলার জন্য তিনি ফ্রান্স ও যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে নিয়ে গর্ববোধের কথা জানান।

এর আগে শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প সিরিয়ায় হামলা শুরুর ঘোষণা দেন।

শুক্রবার রাতে সিরিয়ার তিনটি সরকারি স্থাপনায় একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। দেশ তিনটির দাবি তারা সিরিয়ার রাসায়নিক অস্ত্র উৎপাদনে জড়িত স্থাপনায় হামলা চালিয়েছে। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত দৌমায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাসায়নিক হামলার চালানোর প্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে। সূত্র: রয়টার্স।