যুক্তরাষ্ট্রের কারাগারে দাঙ্গায় নিহত ৭ বন্দি

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার একটি কারাগারে দাঙ্গার ঘটনায় ৭ বন্দির নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সর্বোচ্চ নিরাপত্তার এই কারাগারের দাঙ্গায় আহত হয়েছেন আরও ১৭ জন। রবিবার সন্ধ্যায় শুরু হওয়া দাঙ্গাটি সোমবার সকালে নিয়ন্ত্রণে আনা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_100900149_hi046232547

নিহত সব বন্দির মৃত্যু হয়েছে ছুরিকাঘাতে। কারারক্ষী ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা নিরাপদ আছেন।

সাউথ ক্যারোলাইনার সংশোধনাগার কর্তৃপক্ষ জানিয়েছে, আধিপত্য বিস্তার ও বেআইনি কর্মকাণ্ডের জন্যই এই সংঘর্ষ।

কারা পরিচালক ব্রায়ান স্টারলিং বলেন, বন্দিরা অর্থ ও আধিপত্যের জন্য লড়াই করছিল।

যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দিদের সংঘর্ষ ও নিহতের ঘটনা বিরল নয়।  ১৯৯৩ সালে ওহাইয়োর কারাগারে নিহত হন জন বন্দি এবং এক কর্মকর্তা।  ১৯৭১ সালে  নিউ ইয়র্কের অ্যাটিকা কারাগারে সবথেকে বড় দাঙ্গার ঘটনা ঘটেছিল। ওই সময় টানা চারদিন ৪২ জনকে জিম্মি করে রাখা হয়েছিল।  নিউ ইয়র্কের পুলিশ যখন কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে ১০ জন কর্মী-সহ ৪৩ জন নিহত হন।