ট্রাম্পের হয়ে কাজ করায় রেস্তোরাঁতে অপদস্ত হলেন সারাহ স্যান্ডার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করার জন্য একটি রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্সকে। শুক্রবার রাতে ভার্জিনিয়ার লেক্সিংটনের রেড হেন রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে। রেস্তোরাঁ মালিক ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্যান্ডার্সকে বের করে দেন।

_102173406_eb283a48-d7b3-43a2-8aeb-02f618358a07

রেস্তোরাঁর মালিকদের একজন স্টেফানি উইলকিনসন মনে করেন স্যান্ডার্স অমানবিক ও অনৈতিক প্রশাসনের হয়ে কাজ করেন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেন,  রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে আলোচনার পর স্যান্ডার্সকে রেস্তোরাঁ ছেড়ে যেতে বলেছেন।

স্যান্ডার্স টুইটে ঘটনা নিয়ে টুইট করেছেন। সমালোচকরা রেস্তোরাঁর আচরণকে বৈষম্যমূলক বলে আখ্যায়িত করছেন।

ওয়াশিংটন ডিসিতে কয়েকদিন আগে হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টেন নিয়েলসেন দুয়োধ্বনির মুখে পড়েছিলেন। উভয় ঘটনা এমন সময় ঘটলো যখন মেক্সিকো সীমান্তে ২৩০০ শিশুকে তাদের বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

স্যান্ডার্সকে বের করে দেওয়ার পর রেস্তোরাঁর ফেসবুক পেজের ফাইভ স্টার রেটিং বেড়ে চলেছে। সূত্র: বিবিসি