হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় লেন

হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি পাঁচ ঘূর্ণিঝড় লেন। হনুলুলতে অবস্থিত সেন্ট্রাল প্যাসিফিক হ্যারিকেন সেন্টারের জাতীয় আবহাওয়া সেবা তাদের সতর্কবার্তায় জানিয়েছে, ঘূর্ণিঝড় লেন আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি ৫ ঝড়ে রূপ নিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

wv0_wide-9122b86007fadd810f3dedbba756facc9415fa5c-s800-c85

খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি হিলো থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এর বাতাসের গতি ঘণ্টায় ২৬০ কিলোমিটার এবং দমকা হাওয়া ঘণ্টায় ৩১৫ কিলোমিটার। আগামী কয়েকদিনের মধ্যে তা দুর্বল হয়ে যেতে পারে। তারপরও তা বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, এই সপ্তাহের শেষ দিকে ঘূর্ণিঝড় লেন হাওয়াই দ্বীপের মূল ভূখণ্ডের বিপজ্জনক কাছাকাছি চলে আসবে। ধীরে ধীরে দ্বীপের যত কাছে আসবে লেন ততোই বড় ও ক্ষতিকর সামুদ্রিক ঢেউ সৃষ্টি করবে।

হাওয়াই অতিক্রম করা ক্যাটাগরি ৫ শ্রেণির ঘূর্ণিঝড়ের মধ্যে লেন হবে দ্বিতীয়। এটি ৫৬০ কিলোমিটার বেগে দ্বীপটি অতিক্রম করবে। এর আগে ১৯৯৪ সালে দ্বীপটি অতিক্রম করা সর্বশেষ ঘূর্ণিঝড় ছিল জন।