যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের আঘাতে ‘ব্যাপক প্রাণহানি’র আশঙ্কা

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স। দেশটির জরুরি সেবার কর্মকর্তারা সতর্ক করে বলছেন, এই ঘূর্ণিঝড়টি অনেক মেরে ফেলতে পারে। দেশটির কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র জেফ বিয়ার্ড জানান, ঝড়ের ফলে নিচু এলাকায় সর্বনাশা বন্যা দেখা দিতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

p06l0g43

ঘূর্ণিঝড় ফ্লোরেন্স দুর্বল হয়ে ক্যাটাগরি টুতে পরিণত হয়ে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগিয়ে আসলেও বিয়ার্ড এখনও ফ্লোরেন্সকে খুব বিপজ্জনক বলে আখ্যায়িত করেছেন। তিনি সতর্ক করে বলেন, ক্যারোলিনা ও ভার্জিনিয়াতে ইঞ্চি নয়, বৃষ্টিপাতের হার ফুট ছাড়িয়ে যেতে পারে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলছেন, নদীর পানি ১৩ ফুট বৃদ্ধি পেতে পারে। কারণ এরই মধ্যে নদীর পানি উল্টো দিকে প্রবাহিত হচ্ছে।

বিয়ার্ড বলেন, এই ঝড় খুব বিপজ্জনক। দুর্ভাগ্যবশত নিচু এলাকায় বন্যার কারণে অনেক মানুষ নিহত হতে পারেন এবং এটাই হয়ত আমরা প্রত্যক্ষ করব।

বন্যা প্রবণ এলাকার মানুষের উদ্দেশে এই মার্কিন কর্মকর্তা বলেন, আপনাদের সময় ফুরিয়ে যাচ্ছে। সাগরের উচ্চতা বৃদ্ধি শুরু হয়ে যাচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যেই বন্যা দেখা দিতে পারে। ওই এলাকা ছেড়ে আপনাদের সরে যাওয়ার সময় ফুরিয়ে আসছে। নদী, স্রোত ও নিচু এলাকার মানুষের অবশ্যই সরে যেতে হবে।