ফ্লোরিডায় ‘প্রাণঘাতী’ ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় সতর্কতা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলীয় এলাকায় প্রাণঘাতি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির আবহাওয়া কর্মকর্তারা। এই সপ্তাহের শেষ দিকে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে ধারণা করছেন তারা। এই বিষয়ে স্থানীয়দের প্রস্তুতি নেওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_103773380_capt2341361364ure

কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড় মাইকেল  ফ্লোরিডা উপকূলে পৌঁছার আগে তৃতীয় ক্যাটাগরির ঝড়ে পরিণত হবে। বুধবার ফ্লোরিডায় আঘাত হানতে পারে। পরে তা যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে এগিয়ে যাবে।

এবছরের ১৩তম ঘূর্ণিঝড় হচ্ছে মাইকেল এখন কিউবার কাছাকাছি রয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে দমকা হাওয়া ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়টির এখনকার বাতাসের গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার। ঘণ্টায় সাত মাইল গতিতে তা যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে আসছে।

কর্মকর্তারা সতর্ক করে জানান, নর্থ ক্যারোলাইনাতে ১ থেকে ৩ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে। এর ফলে বন্যা দেখা দিতে পারে। এখনও পুরো এলাকাটি গত মাসে আঘাত হানা ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের ধাক্কা সামলিয়ে উঠতে পারেনি।

মিয়ামিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার পূর্বাভাসে জানিয়েছে, গরম পানির ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি বয়ে চলেছে। ফলে মঙ্গলবার রাতে বাতাসের গতি ঘণ্টায় ১১১ মাইলে পৌঁছাতে পারে। ফ্লোরিডার কিছু এলাকায় ১২ ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যা ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

মার্কিন সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও ফ্লোরিডার গভর্ণর রিক স্কট নিজের প্রচারণা বাতিল করেছেন। রবিবার ২৬ টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করে তিনি বলেছেন, এই ঝড় হবে প্রাণঘাতী এবং চরম বিপজ্জনক।

তালাহাসি শহরে অবস্থিত ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি সোমবার মধ্যরাত থেকে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। পুরো সপ্তাহ বন্ধ থাকবে।