আইএসকে সহযোগিতার কথা স্বীকার পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নারীর

পাকিস্তানি বংশোদ্ভূত এক মার্কিন নারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) সহযোগিতার কথা স্বীকার করেছেন। এই কাজে তিনি বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে ভার্চুয়াল বিটকয়েন জালিয়াতি করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এখবর জানিয়েছে।

5bfcf1ba5dbc2

প্রসিকিউটর জানান, লং আইল্যান্ডে বসবাসরত জুবিয়া শাহনাজ সোমবার কেন্দ্রীয় আদালতে স্বীকার করেছেন বিদেশি জঙ্গি সংগঠনকে সহযোগিতার কথা।

২৭ বছরের শাহনাজের বিরুদ্ধে আইএসের কাছে বিটকয়েন পাচার ও ইলেক্ট্রনিক মাধ্যমে অর্থ পাঠানোর অভিযোগ আনা হয়েছিল। চাকরি ছাড়ার পর তিনি পাকিস্তানে পালাতে চেয়েছিলেন। তাকে কেনেডি বিমানবন্দরে আটক করা হয়।

শাহনাজের আইনজীবী দাবি করেছেন, তিনি সিরীয় শরণার্থীদের সহযোগিতার চেষ্টা করছিলেন।

জঙ্গিদের সহযোগিতার কারণে শাহনাজের ২০ বছর কারাদণ্ড হতে পারে।