যুক্তরাষ্ট্রে শাটডাউন

বিনা বেতনে দায়িত্বরত সিক্রেট সার্ভিস সদস্যদের পিজা খাওয়ালেন বুশ

যুক্তরাষ্ট্র সরকারের আংশিক শাটডাউনের কারণে বেতন না পেয়েও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিস সদস্যদের পিজা খাওয়ালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তিনি বলেছেন, শাটডাউনের সময় বেতন না পেয়েও তার নিরাপত্তার দায়িত্ব পালন করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই উদ্যোগ নিয়েছেন তিনি।

skynews-george-w-bush-pizza_4550493

বুশের ফেসবুক ও ইনস্টাগ্রামে নিরাপত্তাকর্মীদের পিজা সরবরাহের বিস্তারিত তুলে ধরা হয়েছে। ওই পোস্টে বুশ লিখেছেন, তিনি ও তার স্ত্রী লরা বুশ বিনা বেতনে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সিক্রেট সার্ভিস সদস্য ও কয়েক হাজার সরকারি কর্মীর প্রতি কৃতজ্ঞ তারা।

বুশ আরও লিখেছেন, আমাদের উভয় পক্ষের নেতাদের রাজনীতি দূরে সরিয়ে একত্রিত হওয়ার সময় এখন এবং এই শাটডাউনের সমাপ্তি করা।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র ফ্রেডি ফর্ড জানান, ছবিটি শুক্রবার ফ্লোরিডায় তোলা হয়েছে। তবে ঠিক কোন স্থানে ছবিটি তোলা হয়েছে তা নির্দিষ্ট করে জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, সীমান্ত দেয়াল নির্মাণের বিরোধিতা করে ডেমোক্র্যাট সিনেটররা এ খাতে বাজেট বরাদ্দ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদিকে সীমান্ত দেয়াল নির্মাণে তহবিল না পেলে অন্যান্য বাজেট বরাদ্দের কাগজপত্রে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতেই ২০১৮ সালের ২১ ডিসেম্বর মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্রে সরকারি কাজকর্মে শাটডাউন বা অচলাবস্থা শুরু হয়।

চলমান শাটডাউনের কারণে নতুন বছরে বেতন পাননি যুক্তরাষ্ট্রের ৮ লাখ সরকারি কর্মী। মোট সরকারি কর্মীর মধ্যে বেতন না পাওয়াদের সংখ্যা এক-তৃতীয়াংশ। এদের মধ্যে সাড়ে তিন রাখ কর্মী সাময়িক ছাঁটাইয়ের মধ্যে পড়েছেন। বাকিরা নিয়মিত কাজ চালিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। কয়েক লাখ মানুষ আর্থিক অনিশ্চয়তার কারণে বেকারত্ব সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছেন। সূত্র: এপি।