যুক্তরাষ্ট্রে উড্ডয়নের আগ মুহূর্তে বৈমানিক গ্রেফতার

আমেরিকান এয়ারলাইন্সের একজন বৈমানিককে উড্ডয়নের আগ মুহূর্তে গ্রেফতার করা হয়েছে। অনুমোদিত মাত্রার চেয়ে বেশি পরিমাণ মদ্যপান করে থাকতে পারেন তিনি, এই সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। এতে বাতিল হয়ে যায় সংশ্লিষ্ট ফ্লাইটটি।  মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নিকট অতীতে এমন অভিযোগে বেশ কয়েকজন বৈমানিকের বিভিন্ন মেয়াদের সাজা হতে দেখা গেছে।190208133053-american-airlines-manchester-file-exlarge-169
বৈমানিকদের জন্য মদ খাওয়ার মাত্রা নির্ধারিত। যেখানে গাড়ির চালকরা তাদের শরীরের প্রতি ১০০ মিলিলিটার রক্তের বিপরীতে ৮০ মিলিগ্রাম পর্যন্ত মদ পান করতে পারেন সেখানে বৈমানিকদের জন্য মদ্যপানের মাত্রা প্রতি ১০০ মিলিলিটারে ২০ মিলিগ্রাম।
ওই বৈমানিকের ম্যানচেস্টার থেকে ফিলাডেলফিয়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের কয়েক মিনিট আগেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পুলিশের ভাষ্য, ৬২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তবে পরে তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বৈমানিকের নাম প্রকাশ করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ফ্লাইট এএ৭৩৫-এর  উড্ডয়নের কথা ছিল স্থানীয় সময় সকাল ১১টার দিকে। কিন্তু তা বাতিল করে দেওয়া হয় বৈমানিকের গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে। সংশ্লিষ্ট যাত্রীদের তুলে দেওয়া হয় অন্য বিমানে। এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স তাদের বৈমানিকের গ্রেফতার হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছে। অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনাও করেছে তারা।
সিএনএন জানিয়েছে, অনুমোদিত মাত্রার চেয়ে বেশি মদ্যপানের জেরে অভিযুক্ত বৈমানিকদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হওয়ার উদাহরণ রয়েছে নিকট অতীতে। গত নভেম্বরে যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দরে একজন বৈমানিককে গ্রেফতার করা হয়। কারণ তার রক্তে অনুমোদিত মাত্রার চেয়ে ১০ গুণ বেশি মাত্রায় অ্যালকোহল পাওয়া গিয়েছিল। যুক্তরাজ্যের আদালত তাকে ১০ মাসের কারাদণ্ড দেয়।
গত জুন মাসে ব্রিটিশ এয়ারওয়েজের বৈমানিক জুলিয়ান মোনাঘানকে আট মাসর কারাদণ্ড দেওয়া হয়। কারণ তার রক্তে অনুমোদিত মাত্রার চেয়ে চার গুণ বেশি অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গিয়েছিল।