ভেনেজুয়েলায় ১০ কোটি ডলারের ত্রাণ দিতে চায় ২৫ দেশ: যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার মানবিক সংকটে ২৫টি দেশ ১০ কোটি মার্কিন ডলারের ত্রাণ দিতে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ভেনেজুয়েলা ইস্যুতে ওয়াশিংটনে আয়োজিত অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটের এক সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এই তথ্য জানিয়েছেন।

john_bolton_united_states_donald_trump

ভেঙে পড়ার অবস্থায় থাকা সমাজতান্ত্রিক রাষ্ট্র ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক ত্রাণ পৌঁছানো নিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও পশ্চিমা সমর্থিত স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদোর মধ্যকার চলমান সংকট নতুন মোড় নিয়েছে। সীমান্তে জীবনরক্ষায় প্রয়োজনীয় আন্তর্জাতিক মানবিক সহায়তা আটকে দেওয়ার ঘটনায় বেড়েছে উত্তেজনা। এর মধ্যেই অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটের মহাসচিব লুইস আলমার্গোর আহ্বানে ভেনেজুয়েলা সংকটে ত্রাণ পাঠাতে করণীয় নিয়ে ওয়াশিংটনে সম্মেলন আয়োজন করা হয়।

সম্মেলন শেষে এক টুইট বার্তায় বোল্টন বলেন, ‘আজ অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটের সম্মেলনে একত্রিত হয়ে ২৫টি দেশ ভেনেজুয়েলায় মানবিক সহায়তা হিসেবে ১০ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে’। অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটের ভেনেজুয়েলার অভিবাসী ও শরণার্থী বিষয়ক ওয়ার্কিং কমিটির সমন্বয়ক ডেভিড স্যামোলোনস্কি জানিয়েছেন, এসব অর্থ সরাসরি কলম্বিয়া ও ব্রাজিল সীমান্ত এবং ক্যারিবীয় দ্বীপ কুরাজাওতে স্থাপিত ত্রাণ সংগ্রহ কেন্দ্রে পাঠানো হবে।

অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটের সম্মেলনে হুয়ান গুইদোর প্রতিনিধি কার্লোস ভেসিও বলেছেন আগামী ২৩ জানুয়ারির মধ্যে ভেনেজুয়েলায় এসব ত্রাণ প্রবেশ করানোতে তারা অগ্রাধিকার দিচ্ছেন। ওই দিন গুইদোর নিজেকে অন্তবর্তী প্রেসিডেন্ট ঘোষণার একমাস পূর্তি হবে।

যুক্তরাষ্ট্রের তরফে ২৫টি দেশের ত্রাণ পাঠানোর সম্মতির কথা জানানো হলেও ভেনেজুয়েলায় চলমান সংকট নিয়ে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেট-এর মধ্যেই মতবিরোধ রয়েছে। সংস্থাটির একটি অংশ ভেনেজুয়েলার পেসিডেন্ট মাদুরোবিরোধী প্রস্তাব অনুমোদন করলেও গুইদোকে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতির ঘোষণায় ৩৪টি দেশের মধ্যে মাত্র ১৬টি দেশ স্বাক্ষর করেছে।