যুক্তরাষ্ট্রে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানের ইঞ্জিনে ত্রুটি, জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ব্যবহৃত একটি বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট বিমান জরুরি অবতরণে বাধ্য হয়েছে। বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে,ফ্লোরিডাতে অবতরণ করতে বাধ্য হওয়া বিমানটিতে কোনও যাত্রী ছিল না।এটা নিশ্চিত নয়, গত মঙ্গলবারের (২৫ মার্চের) এই ঘটনাটির সঙ্গে একই মডেলের বিমানগুলোর আগে দুর্ঘটনায় পড়ার কারণের কোনও সম্পর্ক রয়েছে কি না। গত মার্চ ও গত বছরের অক্টোবরে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট মডেলের দুইটি বিমান দুর্ঘটনায় পড়েছিল। গত বছরের অক্টোবরে দুর্ঘটনায় পড়া ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের বিমানের বিষয়ে তদন্ত হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, বিমানে থাকা স্বয়ংক্রিয় একটি ব্যবস্থার কারণে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে। আর গত মার্চে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনায় পড়ে।
সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ৩৪টি বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট বিমান রয়েছে। যুক্তরাষ্ট্রে যে তিনটি বিমান সংস্থার বৈমানিকরা বিমানটির হালনাগাদ করা সফটওয়্যারের বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন তাদের একটি এই বিমান সংস্থা। সফটওয়্যার পরিবর্তন করে ‘ম্যানুভারিং অগমেন্টেশন ক্যারেক্টারিস্টিকস সিস্টেম’ (এমসিএএস) নামে পরিচিত স্বয়ংক্রিয় ব্যবস্থাটি চালু হওয়ার সম্ভাবনা হ্রাসের চেষ্টা করা হয়েছে।
সাউথওয়েস্ট এয়ারলাইন্সের সংশ্লিষ্ট বিমানটি বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট বিমান বহরের অংশ যা দুটি বিমান দুর্ঘটনার পরে বসিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার জরুরি অবতরণে বাধ্য হওয়া বিমানটি সংরক্ষণের জন্য ওরল্যান্ডো ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে ক্যালিফোর্নিয়ার ভিক্টরভিলে নিয়ে যাওয়া হচ্ছিল। এর ফ্লাইট নম্বর ছিল ৮৭০১। কিন্তু পথিমধ্যেই দেখা দেয় ইঞ্জিনের ত্রুটি।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল তিনটার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার কথা জানান দুই বৈমানিক। বিমান সংস্থাটি জানিয়েছে, ‘সংশ্লিষ্ট বৈমানিকরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে নিরাপদে অবতরণ করতে সমর্থ হন।’
ফ্লোরিডায় বিমানটির জরুরি অবতরণের কারণে সেখানে কোনও দুর্ঘটনা বা অন্যান্য ফ্লাইটের বিলম্ব হওয়ার ঘটনা ঘটেনি। সাউথওয়েস্ট এয়ারলাইন্স জানিয়েছে, সংশ্লিষ্ট বিমানটিকে ওরল্যান্ডোতে নিয়ে যাওয়া হবে পরীক্ষার জন্য।