যুক্তরাষ্ট্রে দক্ষিণ আফ্রিকা স্ট্রেইনের করোনা শনাক্ত

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা স্ট্রেইনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার ম্যাসাসুসেটস অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজ্যের মিডলসেক্স কাউন্টিতে ২০ বছরের এক নারীর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তবে তার কোনও ভ্রমণ রেকর্ড নেই।

জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ম্যাসাসুসেটসে এখন পর্যন্ত ৩৪ জনের শরীরে করোনার ব্রিটিশ স্ট্রেইন শনাক্ত হয়েছে। তবে এই প্রথমবারের মতো সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিললো।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার স্ট্রেইনটি এন৫০১ওয়াই নামক একটি মিউটেশন বহন করেছে যা এটিকে আরও সংক্রামক করে তুলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ভ্যারিয়েন্ট অ্যান্টিবডি তৈরিতে আগের চেয়ে কম সংবেদনশীল।

উল্লেখ্য, সার্স কোভ-২ ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট করোনার ব্রিটিশ স্ট্রেইনের চেয়েও বেশি সংক্রামক বলে মনে করছেন বিজ্ঞানীরা। খুব দ্রুত বিভাজিত হওয়ার ক্ষমতা আছে এটির। জিনগত বদল বা জেনেটিক মিউটেশনের কারণে এই নতুন স্ট্রেইন অধিক সংক্রামক। স্পাইক প্রোটিনের আকারই বদলে দিয়েছে এটি। দ্রুত দেহকোষের রিপেসটর প্রোটিনগুলোকে চিহ্নিত করে ফেলতে পারে। তখন আর শুধু ফুসফুস নয়, শরীরে নানা অঙ্গেই সংক্রমণ ছড়াতে পারে খুব দ্রুত। সূত্র: সিএনএন।