‘করোনার চতুর্থ ঢেউয়ের দ্বারপ্রান্তে রয়েছি আমরা’

করোনা বিধিনিষেধ মেনে চলতে লোকজনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের গভর্নর কেট ব্রাউন। মার্কিন নাগরিকরা করোনার চতুর্থ ঢেউয়ের দ্বারপ্রান্তে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে নিজের এমন আশঙ্কার কথা জানান কেট ব্রাউন।

সংবাদ সম্মেলনে কেট ব্রাউন বলেন, ‘এটা পরিষ্কার যে, ওরেগন এবং সারা দেশে এই ভাইরাসের চতুর্থ ঢেউ আমাদের দোরগোড়ায় চলে এসেছে। তবে ওরেগনে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বাড়লেও সৌভাগ্যক্রমে এখানে অন্যান্য রাজ্যের মতো বড় ধরনের প্রাদুর্ভাব দেখা যায়নি।

অরেগনের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী শুক্রবার পর্যন্ত রাজ্যটিতে এক লাখ ৫৬ হাজার ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ১৩ লাখ ১৪ হাজার ৬২৫। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৬৭ হাজার ৬১০ জনের। সূত্র: সিএনএন, ওয়ার্ল্ডোমিটারস।