সংক্রমণের ঊর্ধ্বগতি, বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। ২ এপ্রিল সিডিসির ওয়েবসাইটে এই সতর্ক বার্তা প্রকাশ করা হয়েছে।

সংক্রমণের ঊর্ধ্বগতি, বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতাn

কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতি ও ঝুঁকি বিবেচনায় সিডিসি বিভিন্ন দেশকেচারটি শ্রেণিতে ভাগ করেছে। এগুলো হলো, নিম্ম, মাঝারি, উচ্চ এবং অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ। সিডিসির সতর্কতায় বাংলাদেশকে চতুর্থ ধাপের ও অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সিডিসির সর্তকতায় মার্কিন ভ্রমণকারীদের বাংলাদেশ ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।

মার্কিন সংস্থাটি আরও উল্লেখ করেছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে এমনকি সম্পূর্ণরূপে ভ্যাকসিন নেওয়া মানুষদেরও করোনার নতুন ধরনে সংক্রমিত হওয়া ও বিস্তার ছড়ানোর ঝুঁকি বিবেচনায় বাংলাদেশে ভ্রমণ এড়িয়ে চলা উচিত।

একান্ত প্রয়োজনে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সিডিসির নির্দেশনায় বলা হয়েছে, ‘যদি কারও বাংলাদেশ সফর আবশ্যকীয় হয় তাহলে সফরের আগে তাকে অবশ্যই করোনা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিতে হবে। সব ভ্রমণকারীকে অবশ্যই হাত ধুতে হবে এবং মাস্ক পরতে হবে। এড়িয়ে চলতে হবে জনসমাগম এবং অন্যদের কাছ থেকে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।’