যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারী শিক্ষার্থীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে এক বন্দুকধারী শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। সোমবার দেশটির টেনেসি অঙ্গরাজ্যের নক্সভিলেতে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

পুলিশ জানিয়েছে, নক্সভিলের অস্টিন-ইস্ট ম্যাহনেট হাই স্কুলে এক বন্দুকধারীর উপস্থিতির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্কুলের বাথরুমে খুঁজে পাওয়া যায় তাকে। সেখানে ঢুকতেই পুলিশের ওপর গুলি চালাতে শুরু করে ওই বন্দুকধারী। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হন। পরে পুলিশ পাল্টা গুলি চালালে ওই বন্দুকধারী নিহত হয়।

গোলাগুলির খবর পেয়ে উদ্বিগ্ন অভিভাবকরা স্কুলে ছুটে গেলে শিক্ষার্থীদের তাদের হাতে তুলে দেয় পুলিশ।

আহত পুলিশ কর্মকর্তার অবস্থা খুব গুরুতর নয় বলে জানা গেছে। তার পায়ের ওপরের অংশে গুলি লেগেছে। শিক্ষার্থী ও স্কুলের কর্মীদের সুরক্ষায় নিজের জীবন বাজি রাখার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন টেনেসির মেয়র ইন্ড্যা কিনক্যানন। সূত্র: সিবিএস নিউজ, রয়টার্স।