কোভিডে বিপর্যস্ত ভারতের প্রতি সহায়তার হাত বাড়ালো যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে ‘শিগগির’ ভ্যাকসিন তৈরির উপকরণের পাশাপাশি ভেন্টিলেটর, চিকিৎসা, পরীক্ষা ও সুরক্ষামূলক সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

কোভিড মোকাবিলায় ভারতকে আর কী কী সহায়তা দেওয়া হবে, বিবৃতিতে তাও উল্লেখ করা হয়েছে। তবে অনুমোদন না পাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের হাতে যে ৩ কোটি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন মজুত আছে, সেখান থেকে ভারতকে সহায়তা দেওয়া হবে কিনা, তা বলা হয়নি।
‘অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন তৈরিতে যেসব কাঁচামাল লাগে, ভারতে তার সরবরাহ নিশ্চিতে উদ্যোগী হয়েছে হোয়াইট হাউস’, বলা হয়েছে ওই বিবৃতিতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে কোভ্যাক্স কর্মসূচির আওতায় আগামী মে মাস পর্যন্ত যে পরিমাণ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহের কথা ছিল, এ পর্যন্ত কেবলমাত্র তার পাঁচ ভাগের এক ভাগ সরবরাহ করা সম্ভব হয়েছে। ইউনিসেফ ও জিএভিআই-এর বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গার্ডিয়ান জানায়, টিকার এই সংকট তৈরি হয়েছে মূলত উৎপাদক দেশগুলোর রফতানি নিষেধাজ্ঞা এবং ধনী দেশগুলোর টিকা মজুদের প্রবণতার কারণে।

সেরাম ইন্সটিটিউটের পক্ষ থেকেও দাবি করা হচ্ছিলো, যুক্তরাষ্ট্র থেকে টিকার কাঁচামাল আমদানির ক্ষেত্রে সে দেশের সরকারের নিষেধাজ্ঞার কারণেই সময়মতো তারা ভ্যাকসিন সরবরাহ করতে পারছে না।