পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করবেন না বাইডেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথম সম্মেলনের পর যৌথ সংবাদ সম্মেলন করবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পুতিনের সঙ্গে বৈঠকের পর একাই সংবাদ সম্মেলন করবেন বাইডেন। শনিবার মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ এই তথ্য জানিয়েছে।

মার্কিন কর্মকর্তারা বুধবার জেনেভায় অনুষ্ঠিতব্য পুতিন-বাইডেন বৈঠকটি সরল ও অকপট হওয়ার প্রত্যাশা করছেন। তবে তারা জানান, বৈঠকে যেসব বিষয় আলোচিত হবে তা নিয়ে মুক্ত সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনা করতে একক সংবাদ সম্মেলন উপযুক্ত পন্থা। যেসব বিষয় নিয়ে আমরা একমত হব কিংবা গুরুতর উদ্বেগ থাকবে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে।

হোয়াইট হাউজ জানায়, বৈঠকটিতে একটি ওয়াকিং সেশন ও একটি ছোট সেশন থাকবে। তবে এর বেশি কিছু জানানো হয়নি।

এর আগে ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেছিলেন।

বহুল আলোচিত পুতিন-বাইডেন সম্মেলন নিয়ে এরই মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।  বাইডেন পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অন্য গণতান্ত্রিক দেশগুলোকে রাশিয়া ভয় দেখালে প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র। জবাবে পুতিন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে রুশ-মার্কিন সম্পর্ক একেবারে তলানিতে রয়েছে। এই সম্পর্ক উন্নয়নে উভয় দেশকেই মনোযোগী হওয়া উচিত। সূত্র: দ্য গার্ডিয়ান