কম প্রত্যাশা নিয়ে বাইডেন-পুতিন সম্মেলন শুরু

গত ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠবে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় এই বৈঠক শুরু হয়েছে। দুই দেশের মধ্যে ব্যাপক মতবিরোধ থাকলেও বহুল প্রতিক্ষিত এই বৈঠক ঘিরে বড় কোনও প্রত্যাশা করছে না কোনও পক্ষই।

বুধবার জেনেভায় পৌঁছে সাংবাদিকদের সামনে হাত মেলানোর পর  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসতে গ্র্যান্ড ভিলায় প্রবেশ করেন। বহুল প্রতিক্ষীত এ বৈঠক ৪/৫ ঘন্টা কিংবা তার বেশি সময় ধরে চলতে পারে। আলোচনায় দুই নেতার মধ্যে ঘোর মতবিরোধ দেখা দিতে পারে আর তা সমাধান হওয়ার সম্ভাবনাও ক্ষীণ বলে মনে করা হচ্ছে।

রুশ প্রেসিডেন্ট একটি ‘গঠনমূলক’ বৈঠকের আশা প্রকাশ করলেও বাইডেন বলেছেন, ‘মুখোমুখি আলোচনা করা সব সময়ই বেশি ভালো।’

বৈঠকের জন্য ভিলার ভেতরে ঢোকার আগে পুতিন এবং বাইডেন একে অপরের সঙ্গে কিছু কথা বলেন। তবে বৈঠকে তারা কোনও চুক্তিতে উপনীত হবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি পুতিনের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ।

মার্কিন কর্মকর্তারাও এ বৈঠক থেকে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি আশা করছেন না। তবে ছোটখাট কিছু বিষয়ে সমঝোতা হতে পারে বলে মনে করা হচ্ছে। দুই নেতার মধ্যে নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার হামলা, অস্ত্র নিয়ন্ত্রণ, মানবাধিকারসহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে।