যুক্তরাষ্ট্রে ধসে পড়লো ১২ তলা ভবন, বহু হতাহতের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে একটি বহুতল আবাসিক ভবনের একাংশ ধসে পড়েছে। ১২ তলা ভবনটি ধসে পড়ায় অনেকে ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। সেখানে ব্যাপক অভিযানে শুরু করেছে জরুরি বিভাগ। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মিয়ামি দাদে কাউন্টির ১২ তলা চ্যাম্পলিন টাওয়ারটির একাংশ আছড়ে পড়ে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ঘটনাস্থলে দমকলবাহিনীর ৮০টি গাড়ি পৌঁছায়। মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেছে। তবে এখনও ধ্বংস্তূপে কেউ চাপা পড়ে থাকার আশঙ্কায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা। একজনের মরদেহ উদ্ধার করা হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ধসে পড়া ভবনটি

ভবনটির বাসিন্দা মেজিল সংবাদমাধ্যম মিয়ামি হার্ল্ডকে বলেন, হঠাৎ করেই বিকট শব্দ হয়। আমার মনে হচ্ছি ভূমিকম্প শুরু হয়েছে’।

আরেকজন জানান, ভবনটি যখন কাঁপুনি দিয়ে উঠে। বাড়ির জানালায় তাকালে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিলো ঝড় অথবা কিছু একটা আসছিলো। নিরাপত্তার স্বার্থে আশপাশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের।