চীনকে মাথায় রেখে ভারত আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

চীনকে মোকাবিলায় গুরুত্বপূর্ণ অংশীদার ভারত সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারতে ব্লিনকেনের এসফরটি হবে প্রথম। বুধবার তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

২৬ থেকে ২৯ জুলাই ভারতে অবস্থান করবেন ব্লিনকেন। এরপর তিনি কুয়েত সফরে যাবেন।

এশিয়া ও এশিয়ার বাইরে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় মার্কিন উদ্যোগে সহযোগিতাকারী দেশ হিসেবে ভারতকে বিবেচনা করে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে তার এজেন্ডা হবে ইন্দো-প্রশান্তীয় অঞ্চলে সক্রিয়তা, দ্বিপক্ষীয় আঞ্চলিক নিরাপত্তা স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ ও জলবায়ু সংকট মোকাবিলা। এছাড়া করোনাভাইরাস মহামারি মোকাবিলাও থাকবে এজেন্ডায়া।

খবরে বলা হয়েছে, তথাকথিত কোয়াডের স্বশীরের একটি সম্মেলন আয়োজন নিয়ে আলোচনা করবেন ব্লিনকেন। চীনের প্রভাব মোকাবিলায় ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র কোয়াড গ্রুপে একত্রিত হয়েছে।

কূটনীতিকরা বলছেন, এই বৈঠকটি সেপ্টেম্বর মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় অনুষ্ঠিত হতে পারে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পাল্টা আঞ্চলিক অবকাঠামো গড়ে তোলার উপায় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার ব্লিনকেন বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ। এখন তারা অভ্যন্তরীণ সংকটে আছে। কিন্তু একবার উৎপাদন পূর্ণ গতি পেয়ে গেলে বিশ্বকে তারা আবার টিকা দিতে শুরু করবে। যা বড় পার্থক্য গড়ে দেবে।