করোনা উহান থেকেই ছড়িয়েছে, দাবি মার্কিন আইনপ্রণেতার

প্রাণঘাতী করোনাভাইরাস উহান থেকেই ছড়িয়েছে, নতুন করে এমন দাবি করেছেন মার্কিন আইনপ্রণেতা। উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষকদের দ্বারাই এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে নতুন রিপোর্টে এসেছে।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলে প্রকাশিত প্রতিবেদনে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা এবং হাউসের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান মাইকেল ম্যাককউল বেইজিং-এর বিরুদ্ধে ভাইরাস ছড়ানোর অভিযোগ তুলেছেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, লিকেজের মাধ্যমে ভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়েছে। করোনার উৎস নির্ধারণে বহুদলীয় তদন্তের আহ্বানও জানান ম্যাককউল।

তিনি বলেন, চীনের গবেষণাগারে ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসকে আরও সংক্রামক করতে জেনেটিক্যালি পরিবর্তনের কাজ চলা অবস্থায় ল্যাব লিকেজের ফলে ছড়িয়েছে। এ অবস্থায় উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষক এবং দেশটির কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে আইন পাসে কংগ্রেসের প্রতি আহ্বান জানান এই মার্কিন আইনপ্রণেতা।

২০১৯ সালে চীনের উহানের একটি কাঁচাবাজার থেকে করোনা ছড়িয়েছে বলে দাবি করে বেইজিং। যদিও এর উৎপত্তিস্থল নিয়ে এখনও নির্দিষ্ট প্রমাণ পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল। তবে করোনা চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে বলে দাবি করে আসছে ওয়াশিংটন। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাকে চীনা ভাইরাস হিসেবে অ্যাখায়িত করেন। নতুন করে ভাইরাসের উৎস অনুসন্ধানে চীনকে সহযোগিতার আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও। কিন্তু অনুসন্ধানে আর সুযোগ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বেইজিং।