পিৎজা গেলো মহাকাশে

মার্কিন মহাকাশ কোম্পানি নর্থরোপ গ্রুম্যান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সর্বশেষ যে পণ্য সরবরাহ পাঠিয়েছে তাতে সাত জনের জন্য পিৎজাও রয়েছে। মঙ্গলবার কোম্পানিটির সিগনাস কার্গো রকেটে করে এসব পণ্য পাঠানো হয়। ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল থেকে এটি উৎক্ষেপণ করা হয়। আগামী বৃহস্পতিবার এগুলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ চালানে মোট আট হাজার দুইশ’ পাউন্ড বা তিন হাজার সাতশ’ কিলোগ্রামের পণ্য পাঠানো হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এতে রয়েছে তাজা আপেল, টমেটো ও কিউয়ি।

এ নিয়ে মার্কিন মহাকাশ সংস্থা নাসার হয়ে ১৬তম বারের মতো পণ্য মহাকাশে পাঠালো নর্থরোপ গ্রুম্যান। যদিও এটিই সবচেয়ে বড় সরবরাহের চালান। নাসার ওয়ালোপ ফ্লাইট ফ্যাসিলিটি থেকে কোম্পানিটির রকেট যাত্রা করে।

নাসার আরেক পরিবহন রকেট স্পেসএক্স আগামী কয়েক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রওনা দেবে। মহাকাশ স্টেশনে বর্তমানে তিন জন আমেরিকান, দুই জন রাশিয়ান, এক জন ফরাসি ও আরেকজন জাপানি মহাকাশচারী অবস্থান করছেন।