ভূমিকম্পে হাইতিতে মৃত্যু ২৯, জরুরি অবস্থা জারি

শক্তিশালী ভূমিকম্পের আঘাত লন্ডভন্ড উত্তর আমেরিকার দেশ হাইতি। এখন পর্যন্ত ক্যারিবিয়ান অঞ্চলের দেশটিতে ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিস তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শনিবার রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ২। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) অবশ্য বলছে, কম্পনটির মাত্রা ৭ দশমিক ৬ ছিল।

হাইতির বেশ কিছু অংশজুড়ে শুধু ধ্বংস্তূপের চিত্র লক্ষ্য করা গেছে। ভূমিকম্পে আহত মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। ধসে গেছে বহু আবাসিক ভবন, গির্জা এবং হোটেল। দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, শক্তিশালী ভূমিকম্পে হাইতির একাংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় আগামী একমাস হাইতিতে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী।

হাসপাতালগুলোতে হতাহতের চাপে সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিতে দ্রুত সহায়তার পাঠাতে তার প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। বিভিন্নস্থানে কাজ করে যাচ্ছেন জরুরি বিভাগের সদস্যরা।
 
ভূমিকম্প মূলত দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকায় আঘাত হানে। হাইতির প্রতিবেশী ক্যারিবিয়ান অঞ্চলের অন্য দেশগুলোতেও এই কম্পন অনুভূত হয়। এর আগে ২০১০ সালে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ২ লাখের বেশি মানুষ প্রাণ হারান।