প্যারোলে মুক্তি পাচ্ছেন রবার্ট এফ কেনেডির খুনি!

প্যারোলে মুক্তি পাচ্ছেন মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডির খুনি শিরহান শিরহান। শুক্রবার এক শুনানিতে তার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন সানডিয়াগোর আদালত। তবে তার মুক্তিতে এখনও কিছু আইনি জটিলতা রয়ে গেছে। সেগুলো কাটিয়ে মুক্ত হতে আরও কিছুটা সময় লাগবে।

এদিন নিহতের পুত্র ডগলাস কেনেডি-ও আদালতে ৭৭ বছরের শিরহানের প্যারোলে মুক্তির পক্ষে সায় দেন। রাষ্ট্রপক্ষের কাছ থেকেও কোনও আপত্তি আসেনি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাই রবার্ট কেনেডি ছিলেন নি উইয়র্ক থেকে নির্বাচিত একজন সিনেটর। ১৯৬৮ সালের ৬ জুন অজ্ঞাত ব্যক্তির হাতে খুন তিনি। পরে ওই হত্যাকাণ্ডের অভিযোগে জর্ডানি বংশোদ্ভূত শিরহান শিরহানকে গ্রেফতার করে কর্তৃপক্ষ।

শিশু বয়সেই পিতৃহারা ডগলাস কেনেডি শুক্রবার আদালতে হাজির হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। বলেন, যতদিন বেঁচে আছেন বাবার খুনির নাম তাকে তাড়া করে ফিরবে। তবে একজন মানুষ হিসেবে তিনিও (খুনি) সহানুভূতি ও ভালোবাসা পাওয়ার যোগ্য। ফলে অন্যদের জন্য ঝুঁকিপূর্ণ না হলে শিরহানের প্যারোলে মুক্তির ব্যাপারে তার কোনও আপত্তি নেই।

ডগলাস কেনেডির এমন বক্তব্যের পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শিরহানের প্যারোলের আবেদন মঞ্জুর করেন আদালত। তবে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইন অনুযায়ী, রাজ্যের প্যারোল বোর্ডের পর্যালোচনার পর গভর্নরের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে তিনি মুক্তি পেতে পারেন।