দেড় কোটির বেশি টিকা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র

বিশ্বের অনেক দেশ যখন কোভিড ভাইরাসের টিকা সংকটে ভুগছে যুক্তরাষ্ট্রে তখন দেড় কোটিরও বেশি ডোজ ভ্যাকসিন নষ্টের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নষ্ট হওয়া বা ফেলে দেওয়া বহু ভ্যাকসিনের ডোজ এখনও গণনার বাইরে বলা হচ্ছে। টিকা নষ্টের তথ্য ফার্মেসি, অঙ্গরাজ্যসহ বিভিন্ন তথ্যদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করা।

এরপরও কমপক্ষে সাতটি মার্কিন অঙ্গরাজ্য এবং বড় বড় কেন্দ্রীয় সংস্থাগুলো এই হিসাবের বাইরে রয়ে গেছে। নষ্ট হওয়া বা ফেলে দেওয়া টিকার সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত মার্চ থেকে এ পর্যন্ত এত টিকা নষ্ট হয়। করোনাভাইরাসের টিকা নষ্টের কারণ হিসেবে দেখানো হচ্ছে, টিকার শিশি ভেঙে যাওয়া, টিকা অতিরিক্ত পাতলা করায় ত্রুটিও রয়েছে। এর আগেও যুক্তরাষ্ট্রে অনেক ভ্যাকসিনের ডোজ নষ্ট হওয়ার খবর সামনে আসে।