এমইউ ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়: ফাউচি

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, করোনাভাইরাসের নতুন শনাক্ত হওয়া এমইউ ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি না। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন।

ফাউচি বলেন, আমরা এটিতে নজর রাখছি। আমরা সব কিছুই গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। কিন্তু আমরা এই ভ্যারিয়েন্টকে তাৎক্ষণিক হুমকি মনে করছি না।

তিনি জানান, করোনার মূল স্টেইনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভ্যাকসিন উদ্ভাবিত হলেও ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে তা উচ্চ মাত্রায় কার্যকর। এই ডেল্টাই যুক্তরাষ্ট্রের নতুন সংক্রমণের ৯৯ শতাংশের জন্য দায়ী।

এমইউ বা বি.১.৬২১ ভ্যারিয়েন্টটি প্রথম শনাক্ত হয় কলম্বিয়ায়। তবে দক্ষিণ আমেরিকা এবং ইউরোপ জুড়ে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ‘২০২১ সালের জানুয়ারিতে কলম্বিয়ায় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এমইউ ভ্যারিয়েন্ট-এ আক্রান্ত হওয়ার কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা জানা গেছে আর দক্ষিণ আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশে বড় ধরনের সংক্রমণ দেখা গেছে।’

সূত্র: স্পুটনিক নিউজ