৯/১১ হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশের নির্দেশ

২০০১ সালের টুইন টাওয়ার হামলা বা ৯/১১ হামলা তদন্তের পূর্নাঙ্গ চিত্র এবং গোপনীয় প্রতিবেদন প্রকাশের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কংগ্রেস এবং ওই হামলায় আক্রান্তদের পরিবারের প্রবল চাপের মুখে এই নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার এফবিআই তদন্তের প্রতিবেদন প্রকাশের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই আদেশে তিনি বলেন, ‘৯/১১ হামলার ২০তম বার্ষিকী সামনে রেখে এই হামলা সম্পর্কে তাদের সরকার যা জানে তার পূর্ণ চিত্র জানার অধিকার আমেরিকান জনগণের রয়েছে।’ ওই আদেশে বলা হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে পূর্ণ রেকর্ড প্রকাশ করতে হবে। তবে অতি গোপনীয় কিছু থাকলে আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে হবে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদা সদস্যরা তিনটি প্লেন ছিনতাই করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (টুইন টাওয়ার) হামলা চালায়। এতে পুরোপুরি ধুলিস্যাৎ হয়ে যায় সুউচ্চ ভবন দুটি। প্রাণ হারান প্রায় আড়াই হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত হন ২০ হাজারেরও বেশি। পরে জানা যায়, হামলাকারী ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক। এ ঘটনায় সৌদি সরকার বা সরকারের কর্মকর্তারা অর্থায়ন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে রিয়াদ।

হামলায় হতাহতদের পরিবারের তরফ থেকে দীর্ঘ দিন থেকেই এফবিআই তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি করা হচ্ছে। প্রতিবেদন প্রকাশের নির্দেশ আসার পর হামলায় স্বামী হারানো টেরি স্ট্রাডা বলেন, আমি খুবই উৎসাহী। তিনি বলেন, এখন গোয়েন্দা সংস্থাগুলোকেই ব্যাখ্যা করতে হবে যে তারা কেনও এসব নথি গোপন রেখেছিলেন। তারা যেভাবে এখন পর্যন্ত এটি করেছে তা অন্ধকারে ঢাকা। তারা আর এরকমটা করতে পারবে না।