আফগানিস্তান: তালেবান সরকার নিয়ে ‘উদ্বেগে’ যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে কেবল পুরুষদের নিয়ে গঠিত নতুন তালেবান সরকার নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সরকারে থাকা বেশ কয়েক জন তালেবান নেতা মার্কিন বাহিনীর উপর হামলায় জড়িত। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, মঙ্গলবার ঘোষিত নতুন তালেবান সরকার পর্যালোচনা করে দেখছে তারা।

তালেবানের ঘোষিত নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবেন জাতিসংঘের নিষিদ্ধ তালিকায় থাকা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত হওয়া সিরাজ্জুদিন হাক্কানি রয়েছেন এফবিআই’র মোস্ট ওয়ান্টেড তালিকায়।

এদিকে মঙ্গলবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে এক বিক্ষোভে তালেবানের চালানো গুলিতে অন্তত তিন জন নিহত হয়েছে। চিকিৎসা কর্মী জানিয়েছেন, তালেবান যোদ্ধারা গুলিবর্ষণ শুরু করলে তারা নিহত হয়। এছাড়া কাবুলের রাজপথে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি বর্ষণ করেছে তালেবান।

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম আফগানিস্তানের নতুন গঠিত তালেবান সরকার ‘ঠগ ও কসাইয়ে ভর্তি’ বলে মন্তব্য করেছেন। রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সিনেটর লিন্ডসে গ্রাহাম একইসঙ্গে তালেবানকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে বর্ণনা করেন।

মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর আফগানিস্তানের নতুন মন্ত্রিসভায় কয়েক জনের অতীত রেকর্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওই বিবৃতিতে বলা হয়, ‘তালেবানকে কাজ দিয়ে বিচার করতে আমেরিকা, তাদের কথা দিয়ে নয়।’

ওই বিবৃতিতে আরও বলা হয়, তালেবানকে তাদের প্রতিশ্রুতি পালনে বাধ্য করার কাজ চালিয়ে যাবে ওয়াশিংটন। এছাড়া আফগান ভূখণ্ডকে অন্য কোনও দেশের বিরুদ্ধে হুমকি হয়ে ওঠায় ব্যবহৃত হওয়া ঠেকানোর চেষ্টাও চলবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।