চীনের প্রস্তাব নাকচের খবর অস্বীকার করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের দেওয়া একটি বৈঠকের প্রস্তাব চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নাকচ করে দিয়েছেন বলে যে খবর প্রকাশ হয়েছে তা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

একাধিক সূত্রের বরাতে ফিনান্সিয়াল টাইমস জানায় গত সপ্তাহে এর মধ্যকার ৯০ মিনিটের টেলিফোন আলাপের সময় চীনা প্রেসিডেন্টকে মুখোমুখি বৈঠকের প্রস্তাব দেন বাইডেন। তবে ওই প্রস্তাবে শি জিনপিং সাড়া দেননি বলে জানায় সংবাদমাধ্যমটি।

তবে মঙ্গলবার সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এটা সত্য নয়।’ হয়। এর আগে বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিবৃতিতে জানান ওই প্রতিবেদনে ‘ফোনালাপের সত্যিকার প্রতিফলন ঘটেনি।’

ফিনান্সিয়াল টাইমস জানায়, বাইডেনের প্রস্তাব নাকচ করে দেওয়ার পাশাপাশি শি জিনপিং যুক্তরাষ্ট্রকে চীনের প্রতি সুর নরম করার তাগিদ দেন। এই খবরের বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি ওয়াশিংটনের চীনা দূতাবাস।