করোনা পরিস্থিতিতে নিউ ইয়র্কে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

করোনাভাইরাস মহামারি পরিস্থিতির মধ্যেই এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জড়ো হচ্ছেন প্রায় ১০০ বিশ্বনেতা। আংশিক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে এই বিশ্বনেতারা জড়ো হবেন। অধিবেশনে মহামারিসহ গুরুতর বৈশ্বিক সমস্যাগুলো সমাধানের উপায় ও অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার ছায়ার মধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু চুক্তি বাস্তবায়ন ও আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ নেওয়ার পর ঐক্যের খোঁজ করা হবে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সম্মেলনের আগে বলেছেন, আমাদের পুনরায় আত্মবিশ্বাস স্থাপন করতে হবে। বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক বিভাজন একটি বাধা। বিশ্ব সত্যিকার অর্থে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। রাজনৈতিক নেতাদের জেগে ওঠার জন্য সতর্কতা বাজানো প্রয়োজন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো সাধারণ অধিবেশন মঙ্গলবার ভাষণ দেবেন। একদিন পর কোভিড-১৯ নিয়ে তিনি একটি ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন।

সোমবার নিউ ইয়র্ক পৌঁছাবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতও প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন। আরও হাজির হবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

করোনা পরিস্থিতির কারণে অল্প যে কজন বিশ্বনেতা অধিবেশনে স্বশরীরে হাজির হচ্ছেন না তাদের মধ্যে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

করোনার টিকা না নেওয়া ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো অধিবেশনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ অংশগ্রহণকারীদের জন্য টিকা নেওয়ার বিধি জারি করলেও তিনি না মানবেন না বলে জানিয়েছেন।

রাশিয়া ও চীনের নেতারা হাজির হবেন না। এমনকি তারা তাদের পররাষ্ট্রমন্ত্রীও পাঠাচ্ছে না। সূত্র: এএফপি