যৌন নিপীড়নের শিকার নারীদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে: গবেষণা

নতুন এক গবেষণায় দেখা গেছে, যেসব নারী যৌন নিপীড়নের শিকার হয়েছেন পরে তাদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। যা থেকে স্মৃতিশক্তি কমে যাওয়া, অনিদ্রা এবং স্ট্রোক পর্যন্ত হতে পারে।

ইউনিভার্সিটি অব পিটসবার্গের গ্রাজুয়েট স্কুল অব পাবলিক হেলথের প্রফেসর রেবেকা থার্সটন গবেষণাটির লেখক। তিনি জানান, শিশু কিংবা পূর্ণ বয়সের সময় যৌন নিপীড়নের শিকার নারীদের এই ঝুঁকি থেকে যায়।

রেবেকা থার্সটন বলেন, ‘জনসংখ্যা তাত্ত্বিক তথ্য অনুযায়ী বেশিরভাগ নারী যৌন নিপীড়নের শিকার হন তাদের কৈশোর এবং তারুণ্যের সময়ে। ফলে জীবনের পরবর্তী পর্যায়ে এর চিহ্ন দেখতে পাওয়া যায়।’

গবেষণা প্রতিবেদনটি গত সপ্তাহে নর্থ আমেরিকান মেনোপজ সোসাইটিতে উপস্থাপন করা হয়। শরীর ও মনের ওপর যৌন নিপীড়নের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে গবেষণাটি চালানো হয়।

লেখক রেবেকা থার্সটন বলেন, নারীর প্রতি যৌন সহিংসতার ওপর আমাদের মনোযোগ রাখার দরকার আর এটাকে সমাজের রাডার স্ক্রিনে ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ এটা নারী স্বাস্থ্যের একটি বড় ইস্যু হয়ে উঠছে।