তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধজাহাজ

তাইওয়ান প্রণালীতে একটি মার্কিন ও একটি কানাডীয় যুদ্ধজাহাজ চলাচল করেছে। রবিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানায়, গত সপ্তাহে জাহাজ দুটি এই প্রণালী অতিক্রম করে। চীন ও তাইওয়ানের মধ্যকার চরম উত্তেজনার মধ্যে একথা জানানো হলো।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, মার্কিন সেনাবাহিনী আরলেই বার্ক-ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ডেউয়ি পাঠায় তাইওয়ান প্রণালীতে। কানাডার ফ্রিগেট এইচএমসিএস উইনিপিগকে পাঠানো হয়েছিল ওই জলসীমায়। বৃহস্পতি ও শুক্রবার নৌযান দুটি তাইওয়ান প্রণালীতে চলাচল করে।

মার্কিন সেনাবাহিনী জানায়, আমাদের মিত্র ও অংশীদারদের প্রতি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্রশান্ত অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির নিদর্শন হিসেবে যুদ্ধজাহাজ দুটি সেখানে চলাচল করেছে।

চীন এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। তারা বলেছে জাহাজ দুটির চলাচল শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।