ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হতে পারেন পথচারীও, পুলিশের সতর্কতা

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক কমিউটার ট্রেনে গত সপ্তাহে ধর্ষণের শিকার হন এক নারী। পুলিশ জানিয়েছে, ওই ঘটনা কর্তৃপক্ষের নজরে আনতে এবং নারীটিকে সহায়তায় ব্যর্থ পথচারীরাও অপরাধে অভিযুক্ত হতে পারেন।

কর্তৃপক্ষ বলছে, সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে ট্রেনে যেসব পথচারী ছিলেন তারা হামলা ঠেকাতে কোনও ‘কিছুই করেননি’। পুলিশ বলছে, কিছু পথচারী আবার পুলিশ ডাকার বদলে ঘটনাটির ছবি ধারণের চেষ্টা করেন। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ধর্ষণে অভিযুক্ত হয়েছেন।

দক্ষিণপূর্বাঞ্চলীয় পেনিনসিলভানিয়া পরিবহন কোম্পানির (সেপ্টা) মালিকানাধীন ট্রেনটিতে গত বুধবার এই ধর্ষণের ঘটনাটি ঘটে। সেপ্টার এক বিবৃতিতে বলা হয়েছে, এই ভয়াবহ ঘটনাটি প্রত্যক্ষ করা আরও অনেকেই ট্রেনটিতে ছিলেন, এবং একজনও যদি ৯১১ এ কল করতেন তাহলে আরও আগে ঘটনাটি শনাক্ত হতে পারতো।

ট্রেনটিতে থাকা সেপ্টার এক কর্মী পুলিশকে ফোন করেন। তিনি আক্রান্তকে খুঁজে পান এবং সন্দেহভাজনকে হেফাজতে নেন।

৩৫ বছর বয়সী সন্দেহভাজন ফিসন নগয় এখন ধর্ষণ এবং আরও কয়েকটি অপরাধে অভিযুক্ত। আক্রান্তকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং এখন পুলিশকে সহায়তা করছেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, ওই নারী আক্রান্ত এবং প্রায় ৪০ মিনিট ধরে ধর্ষণের শিকার হলেও কোনও প্রত্যক্ষদর্শী ৯১১ এ ফোন করেননি। ঘটনার সময় ট্রেনটিতে কতোজন ছিলেন তা এখনও স্পষ্ট নয়। সেপ্টা পুলিশ প্রধান থমাস জে নেসেল বলেন, ‘আপনাদের বলতে পারি হামলার শিকার নারীর দিকে অনেক পথচারীই ফোন তাক করে রেখেছিলেন।’

আপার ডারবি পুলিশ বিভাগের প্রধান টিমোথি বার্নহার্ডট নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যেসব পথচারী নারীটিকে  সহায়তা করতে ব্যর্থ হয়েছেন এবং ঘটনাটি রেকর্ড করেছেন তারা অপরাধে অভিযুক্ত হতে পারেন। পুরো ঘটনার তদন্ত শেষে সম্ভাব্য অপরাধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডেলাওয়ার কাউন্টি জেলা অ্যাটর্নির কার্যালয়।

প্রত্যক্ষদর্শীদের বিরুদ্ধে ঠিক কোন অভিযোগ আনা হতে পারে তা স্পষ্ট করা হয়নি। তবে টিমোথি বার্নহার্ডট বলেছেন, যারা হামলা দেখেছেন কিন্তু সহায়তা করেননি তাদের অভিযুক্ত করা কঠিন হয়ে যেতে পারে।

সূত্র: বিবিসি