বাইডেন মনোনীতকেই ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দিলো যুক্তরাষ্ট্র

ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থীকেই চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার সিনেট ওই নিয়োগ অনুমোদন দেয়। ব্যাংকিং নির্বাহী থমাস নাইডস এই নিয়োগ পেয়েছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ দেশটিতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ব্যাংক মরগান স্টানলির ব্যবস্থাপনা পরিচালক এবং ভাইস চেয়ারম্যান থমাস নাইডস। সিনেটে কণ্ঠভোটে তার নিয়োগ চূড়ান্ত হয়। এই কণ্ঠভোট মূলত ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে।

থমাস নাইডস এর আগে অন্য বড় ব্যাংকেও কাজ করেছেন। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েক জনকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন। তবে এর অনেকগুলোই সিনেটের অনুমোদন পেতে ব্যর্থ হয়েছে।