চীনের পারমাণবিক বোমা নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলো পেন্টাগন

ধারণার চেয়েও চীনের অস্ত্রের মজুত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ২০৩০ সাল নাগাদ দেশটির পারমাণবিক বোমার সংখ্যা ১ হাজারে পৌঁছাতে পারে। চীনের সামরিক অগ্রগতি নিয়ে কংগ্রেসে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 

বছর খানেক আগে তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা দুইশ’র মতো থাকলেও ২০২৭ সাল নাগাদ তা ৭০০ এবং ২০৩০ সালের মধ্যে এক হাজার ছাড়িয়ে যেতে পারে। 

গত বছর পেন্টাগন ধারণা করে, ২০৩০ সালের মধ্যে চীনের পরমাণু অস্ত্রের সংখ্যা বড়জোর চারশ’র মতো হতে পারে। তবে নতুন প্রতিবেদনে এই সংখ্যা প্রায় আড়াইগুণ উল্লেখ করা হয়েছে। তারা বলছে, চীন দ্রুতই যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্রের শক্তির ব্যবধান কমিয়ে আনছে।

পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র নির্মাণের পাশাপাশি চায়না’স পিপলস লিবারেশন আর্মির সদস্য সংখ্যাও বাড়াচ্ছে দেশটি।

যুক্তরাষ্ট্র বলছে, তাদের কাছে ৩ হাজার ৭৫০টি পরমাণু বোমা রয়েছে। কিন্তু তা আর বাড়ানোর কোনও পরিকল্পনা নেই দেশটির। প্রতিবেদনে এসেছে, ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ১০ হাজার বোমা ছিল। এখন দিন দিন তা কমিয়ে আনছে বলে দাবি করছে দেশটি।