মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে কমলা হ্যারিস!

প্রথমাবারের মতো কোনও নারী মার্কিন প্রেসিডেন্টের ভূমিকা পালন করতে চলছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনকে। এতে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব পড়ছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাঁধে। শুক্রবার সাংবাদিকদের এমনটাই জানান হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি।

স্থানীয় সময় শুক্রবার সকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যাবেন। সেখানে কোলনস্কোপিও করা হবে। কোলনস্কোপির জন্য বাইডেনকে অচেতন করা হবে বলেও জানায় হোয়াইট হাউজ। বাইডেন নিয়মিত কোলন পরীক্ষার অংশ হিসেবে অ্যানেস্থেসিয়ার অধীনে থাকবেন। এতেই পদাধিকার বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা শেষে এদিনই দায়িত্বে ফিরবেন জো বাইডেন।

জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন ৭৯ বছরের জো বাইডেন। নিয়ম অনুযায়ী, অচেতন অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট থাকতে পারবেন না বাইডেন। তাই শুধুমাত্র ওই সময়ের জন্য প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস। এই সময় ৫৭ বছরের কমলার হাতেই থাকবে আমেরিকার সেনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও পরমাণু অস্ত্রের ভাণ্ডার।