তিব্বত ইস্যুতে নতুন সমন্বয়ক নিয়োগ দিলো যুক্তরাষ্ট্র

তিব্বত বিষয়ক নতুন বিশেষ সমন্বয়ক নিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছে, এই কার্যালয় চীন ও দালাই লামার মধ্যে বাস্তবভিত্তিক আলোচনায় উৎসাহ জোগাবে এবং তিব্বতের জনগণের মৌলিক অধিকার ও মৌলিক স্বাধীনতা সুরক্ষায় কাজ করবে।

সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্ষীয়ান কূটনীতিক উজরা জেয়া নতুন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

একাধিক ইস্যু নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়ছে। আর এরমধ্যেই উজরা জেয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। চীন এর বিরোধিতা করবে বলেই মনে করা হচ্ছে। বেইজিং আগেও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তিব্বতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে জানান, নতুন সমন্বয়ক তিব্বতের বাস্তুচ্যুত মানুষের মানবিক চাহিদা পূরণে সহায়তায় কাজ করবেন। পররাষ্ট্র দফতরের অধীনে কাজ করবে সমন্বয়কের কার্যালয়। ২০০২ সালের তিব্বতীয় নীতি আইনের অধীনে এই কার্যালয় স্থাপন করা হয়।

ডোনাল্ড ট্রাম্পের আমলে তিন বছর কার্যালয়টি বন্ধ করে রাখা হয়। পরে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত বছর রবার্ট দেস্ত্রোকে ওই পদে নিয়োগ দিলে কঠোর সমালোচনা করে চীন।