আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নাসার

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এর মেয়াদ আগামী ২০৩০ সাল পর্যন্ত বাড়াতে চায় মার্কিন মহাকাশ সংস্থা নাসা। এ সংক্রান্ত একটি পরিকল্পনা ঘোষণা করেছে সংস্থাটি।

সংস্থাটির এক বিবৃতিতে আইএসএস-এর প্রতি বাইডেন প্রশাসনের অঙ্গীকারের বিষয়টি উল্লেখ করা হয়।

নাসার প্রশাসক সিনেটর বিল নেলসনের মতে, বর্তমানে মহাকাশে আগের চেয়ে আরও অধিক সংখ্যক দেশ সক্রিয়।

তিনি বলেন, অতীতের যে কোনও সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আন্তর্জাতিক জোটের পাশাপাশি শান্তিপূর্ণ ও দায়িত্বশীল উপায়ে মহাকাশ ব্যবহারের জন্য বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিয়ে চলার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

২০১১ সালে আইএসএসের নির্মাণ কাজ শেষ হয়। ইতোমধ্যে এটির পরিচালনার মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাপানের মহাকাশ সংস্থা অন্তর্ভুক্ত থাকা একটি আন্তর্জাতিক অংশীদারিত্ব আইএসএস-এর পরিচালনা কার্যক্রমে সহায়তা দিয়ে আসছে।

মেয়াদ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তহবিল অবশ্য মার্কিন কংগ্রেসের অনুমোদন পেতে হবে। এছাড়া, এর জন্য আইএসএসের পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দেশেরও অনুমোদন পাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সূত্র: এনএইচকে নিউজ।