মার্কিন খুনি কোটিপতি রবার্ট ডার্স্টের কারাগারে মৃত্যু

হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া মার্কিন কোটিপতি রবার্ট ডার্স্টের কারাগারে মৃত্যু হয়েছে। তার আইনজীবী জানান, সোমবার ৭৮ বছর বয়সে তার মৃত্যু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বান্ধবী সুসান বারম্যানকে হত্যায় সেপ্টেম্বরে স্বীকারোক্তি দেন ডার্স্ট। ক্যালিফোর্নিয়ার কারাগারে তার মৃত্যু হয়। স্ত্রীর নিখোঁজের বিষয় নিয়ে সুসান পুলিশের সঙ্গে কথা বলতে চাইলে তাকে হত্যা করেন তিনি। পুলিশের ধারণা, তিনি আরও দুটি হত্যা করেছেন।

মার্কিন এই আবাসন ব্যবসায়ী থেকে পলাতক আসামিতে পরিণত হওয়া ডার্স্ট এইচবিও টেলিভিশনের একটি তথ্যচিত্রে অসেচতনভাবে অপরাধের কথা স্বীকার করেন।

আইনজীবী চিপ লুইস নিশ্চিত করেছেন যে, সান হোয়াকিন জেনারেল হাসপাতালে ডার্স্টের মৃত্যু হয়েছে। মৃত্যু ছিল স্বাভাবিক। তিনি একাধিক রোগে ভুগছিলেন।

গত বছর অক্টোবরে ২০০০ সালে সংঘটিত বারম্যান হত্যায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। করোনা মহামারির কারণে তার বিচার এক বছরের বেশি সময় পর শুরু হয়। রায় ঘোষণার দুই দিন পর করোনভাইরাসে আক্রান্ত হওয়ায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়।