যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাতে নিউ জার্সির প্যাসাইকের ওই রাসায়নিক কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে তিন তলা ভবনটিতে আগুন লাগে।

ঘটনাস্থল থেকে লাইভ-স্ট্রিমিং করা একজন দমকল কর্মকর্তা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ১১টি কোম্পানির প্রায় ২০০ অগ্নিনির্বাপনকর্মী।

প্যাসাইক ফায়ার চিফ প্যাট্রিক ট্রেন্টাকোস্ট সিনিয়র বলেছেন, আগুন এখনও ক্লোরিন প্ল্যান্টের মূল অংশে পৌঁছায়নি। অগ্নিনির্বাপনকর্মীরা এজন্য প্রশংসার দাবিদার।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে প্যাট্রিক ট্রেন্টাকোস্ট সিনিয়র ভবনের ছাদ ও উপরের তলায় ভারী ধোঁয়া ও আগুনের শিখার কথা জানিয়েছেন।

প্যাসাইকের মেয়র হেক্টর কার্লোস লোরা জানিয়েছেন, আহত একজন অগ্নিনির্বাপন কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এর বাইরে এখনও পর্যন্ত আর কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিজেদের ঘরের জানালা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন মেয়র হেক্টর কার্লোস লোরা।