টেক্সাসের জিম্মিকারী ব্রিটিশ নাগরিক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি ইহুদি উপাসনালয়ে চার জনকে জিম্মি করে রাখা ব্যক্তিকে শনাক্ত করেছে এফবিআই। মার্কিন তদন্ত সংস্থাটি জানিয়েছে, ওই ব্যক্তি ৪৪ বছরের ব্রিটিশ নাগরিক মালিক ফয়সাল আকরাম।

স্থানীয় সময় শনিবার (১৫ জানুয়ারি) সকালের প্রার্থনার মধ্যে ঢুকে পড়ে চার জনকে জিম্মি করে হামলাকারী। প্রায় দশ ঘণ্টা পর নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে জিম্মি সকলকে মুক্ত করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই জিম্মির ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছেন এবং যুক্তরাজ্যও এই হামলার নিন্দা জানিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এই ঘটনাকে ‘সন্ত্রাসী এবং ইহুদি বিদ্বেষী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে বলেছেন, ‘ঘৃণা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের নাগরিকদের স্বাধীনতা এবং অধিকার রক্ষায় আমরা যুক্তরাষ্ট্রের পাশে আছি।’

এফবিআই জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত অন্য কারো জড়িত থাকার ইঙ্গিত নেই। পুলিশ জানিয়েছে, হামলাকারীর শরীরে কোনও বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।

আক্রান্তদের কাছে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন মালিক ফয়সাল আকরামের এক ভাই। তিনি জানিয়েছেন, তার ভাইয়ের মানসিক স্বাস্থ্য জটিলতা ছিল।

আন্তর্জাতিক সংবামাধ্যমগুলো জানিয়েছে, জিম্মিকারীর বোন পাকিস্তানের নাগরিক আফিয়া সিদ্দিকি একজন বিজ্ঞানী। তার মুক্তির দাবিতে উপাসনালয়ে জিম্মি পরিস্থিতি সৃষ্টি করে। আফগানিস্তানে মার্কিন সামরিক কর্মকর্তাদের ওপর হামলা জেরে ২০১০ সালে ৮৬ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। বর্তমানে টেক্সাসের একটি কারাগারে সাজা ভোগ করছেন আফিয়া।