মার্কিন রণতরীতে বিধ্বস্ত এফ-৩৫ যুদ্ধবিমান

দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে একটি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫। এতে সাত জন আহত হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় বহরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাইলট উড়োজাহাজ নিয়ে নিয়মিত ফ্লাইট অপারেশন পরিচালনার সময় এই দুর্ঘটনা ঘটে। তারা নিরাপদে অপসারিত হন এবং পরে একটি সামরিক হেলিকপ্টার তাদের উদ্ধার করে। পাইলটের অবস্থা স্থিতিশীল।

রণতরীতে বিমানটি বিধ্বস্ত হলে ছয় জন আহত হয়েছেন। তিন জনকে ফিলিপাইনের ম্যানিলায় একটি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল। অপর তিন নাবিকের চিকিৎসা দেওয়া হয়েছে রণতরীতে।

বিবৃতিতে দুর্ঘটনার কারণ হিসেবে ‘ইনফ্লাইট মিশাপ’ বলে উল্লেখ করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে।

মার্কিন নৌবাহিনীর সপ্তম বহরের এক মুখপাত্র লেফটেন্যান্ট মার্ক লংফর্ড জানান, যুদ্ধবিমানটির মেরামত কাজ চলমান রয়েছে।