বাঘের খাঁচায় প্রবেশের চেষ্টা, পরে গ্রেফতার

যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের একটি চিড়িয়াখানায় বাঘের খাঁচায় প্রবেশের চেষ্টার পর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ওই ব্যক্তি ফ্রাঙ্কলিন পার্ক চিড়িয়াখানার বাঘের খাঁচায় প্রবেশের চেষ্টা করেন। ম্যাসাচুসেটস রাজ্য পুলিশ বলেছেম জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, বাঘ নিয়ে প্রবল আগ্রহ থেকেই খাঁচায় প্রবেশের চেষ্টা করেন তিনি।

তদন্তকারীরা জানিয়েছেন, ২৪ বছরের ম্যাথু আব্রাহাম স্থানীয় সময় সকাল নয়টার দিকে চিড়িয়াখানার একটি গেটে উঠে পড়েন। সতর্কতা উপেক্ষা করে কয়েকটি বেড়াও পার হয়ে যান। তবে বাঘের খাঁচায় প্রবেশ করতে ব্যর্থ হন।

৭২ একরের বোস্টন চিড়িয়াখানাটি পরিচালনা করে জু নিউ ইংল্যান্ড নামে একটি কোম্পানি। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ব্যক্তিকে খাঁচার পেছন দিক থেকে আটক করা হয়। ওই জায়গা দর্শণার্থীদের জন্য উন্মুক্ত নয়। কর্মীরা তাকে দেখে ফেললে তিনি পালানোর চেষ্টা করেন কিন্তু দ্রুতই তাকে শনাক্ত করে ফেলে নিরাপত্তা কর্মকর্তারা।

ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেআইনি প্রবেশ এবং বিশৃঙ্খল আচরণের অভিযোগ আনা হয়েছে। তবে ওই ব্যক্তি কোনও আইনজীবী নিয়োগ করেছেন কিনা তা জানা যায়নি।

সূত্র: এপি