ইউক্রেনের জন্য নতুন অস্ত্র সহযোগিতা ঘোষণা বাইডেনের

ইউক্রেনের জন্য আরও ৮০ কোটি ডলার নিরাপত্তা সহযোগিতার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনি শিমাইহাল হোয়াইট হাউজ সফর করেন।

ইউক্রেনের জন্য ৮০ কোটি ডলার সহযোগিতার কথা জানানোর এক সপ্তাহের মধ্যে আবার নতুন এই সহযোগিতা দেওয়ার কথা ঘোষণা করা হলো।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বেতন পরিশোধ ও সেবা জারি রাখার মতো সরকার পরিচালনার জন্য ইউক্রেনকে আরও ৫০ কোটি ডলার সহযোগিতা দেওয়া হবে।

 

নতুন মার্কিন সহযোগিতায় কী আছে?

প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, এই সহযোগিতায় থাকবে ভারী কামান অস্ত্র, কয়েক ডজন হউইটজার, গোলাবারুদ এবং আরও ট্যাকটিকাল ড্রোন।

তিনি জানান, ইউক্রেনে যুদ্ধের পরবর্তী ধাপের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে।

বাইডেন বলেন, এই নতুন অস্ত্রগুলো মুক্তির লড়াইয়ের রণক্ষেত্রে সরাসরি পাঠানো হবে।

 

নতুন শরণার্থী স্কিম ঘোষণা

ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করেছেন বাইডেন। এই প্রকল্পের আওতায় ইউক্রেনের শরণার্থীরা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।

বাইডেন বলেন, ‘ইউনিটি ফর ইউক্রেন’ স্কিমটি ইউক্রেনীয়দের একজন মার্কিন স্পন্সরের সুযোগ দেবে। যে স্পন্সরের মাধ্যমে তারা দুই বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। কিন্তু তাদের নাগরিকত্ব দেওয়ার কোনও পথ সুগম করবে না।