‘রাশিয়াকে দুর্বল দেখতে চায়’ যুক্তরাষ্ট্র, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্র রাশিয়াকে এতটা দুর্বল হিসেবে দেখতে চায় যাতে করে ইউক্রেনে আক্রমণের মতো কোনও কিছু করতে না পারে। সোমবার ইউক্রেন সফর করা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই মন্তব্য করেছেন। ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের অজ্ঞাত একটি স্থানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল ইউক্রেন সফলতা হিসেবে যুক্তরাষ্ট্র কী দেখছে। জবাবে তিনি বলেন, আমরা ইউক্রেনকে সার্বভৌম এবং সার্বভৌম ভূখণ্ড সুরক্ষায় সক্ষম একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই।

অস্টিন বলেন, আমরা রাশিয়াকে এতটা দুর্বল দেখতে চাই যাতে করে তারা ইউক্রেনে আক্রমণের মতো কোনও কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম না হয়। ইউক্রেনে সামরিক সক্ষমতার অনেকটাই হারিয়েছে রাশিয়া। আমরা চাই তারা যেন দ্রুত সেই সামর্থ্য পুনরায় অর্জন করতে না পারে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, উপযুক্ত সরঞ্জাম ও সঠিক সহায়তা পেলে ইউক্রেন যুদ্ধে জয়ী হতে পারবে। জয়ের প্রথম পদক্ষেপ হলো জিতব বলে বিশ্বাস রাখা। তারা বিশ্বাস করে আমরা জিততে পারব।

তিনি আরও বলেন, আমরা মনে করি তারা জিততে পারবে। আমরা সম্ভাব্য সবকিছু করব।